জার্মানির হয়ে আর মাঠে নামবেন না মুলার, ইউরো শেষ হতেই ঘোষণা বায়ার্ন তারকার

মিউনিখ: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মানি ফুটবল দলের অন্যতম তারকা সদস্য থমাস মুলার৷ ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে জার্মানি বিদায় নেওয়ার পরই এই সিদ্ধান্ত নিলেন জার্মানি এবং বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার৷ ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী জার্মান দলের অন্যতম সদস্য ছিলেন মুলার৷
১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে জার্মানির হয়ে মোট ১৩১টি ম্যাচে খেলেছেন মুলার৷ লোথার ম্যাথিউজ এবং মিরোস্লাভ ক্লোজের পর মুলারই জার্মানির হয়ে সবথেকে বেশি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন৷
বিজ্ঞাপন আরও পড়ুন: কোপা জিতে মোট কত টাকা পেল মেসির আর্জেন্টিনা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *