পুলিশের জালে সোনারপুরের ত্রাস জামাল সর্দার৷ সালিশি সভার নামে মহিলাদের শিকল বেঁধে অত্যাচার করা থেকে শুরু করে গত কয়েকদিনে তৃণমূল নেতা জামালের একাধিক কুকীর্তি প্রকাশ্যে এসেছে৷ সোনারপুরে তাঁর বিলাসবহুল বাড়ির খোঁজও মিলেছিল৷ এর পর থেকেই গা ঢাকা দেয় জামাল৷ শেষ পর্যন্ত এ দিন নরেন্দ্রপুর এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানার সীমান্তবর্তী এলাকা থেকে জামালকে গ্রেফতার করে পুলিশ৷ গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ অভিযান চালায় বলে খবর৷ আগামিকাল জামালকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে৷