লোকসভা ভোট মিটতেই শিক্ষক নিয়োগে তৎপরতা শুরু করল রাজ্য সরকার৷ রাজ্য জুড়ে সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে কয়েকহাজার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার৷ রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা পদে প্রায় চার থেকে পাঁচ হাজার শূন্যপদ রয়েছে৷ সেই সমস্ত শূন্যস্থানে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার৷ প্রধান শিক্ষক নিয়োগের বিধি চূড়ান্ত করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য৷