সমাজবাদী পার্টির মুখপাত্র ফখরুল চাঁদ নিউজ ১৮ বাংলাকে বলেন, “যখনই দিদি আমন্ত্রণ জানান, অখিলেশজি তখনই আসেন। দিদি যেতে বলেছেন তাই অখিলেশজি যাচ্ছেন। রবিবারই তিনি কলকাতায় যাবেন দিদির র্যালিতে যোগ দিতে।” অখিলেশকে আহবান কি তাহলে ২১ এ জুলাই এর মঞ্চ থেকে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার ডাক? প্রশ্ন রাজনীতির কারবারিদের।