মানিকচকে বিদ্যুতের পরিকাঠামো বদলের কাজ চলছে গত প্রায় দু’বছর ধরে। চালু ব্যবস্থার পরিবর্তে মালদহের লক্ষীপুরের পাওয়ার গ্রীডের ২২০ কেভি সাবস্টেশন থেকে বিদ্যুৎ আনা হবে। মানিকচক বিদ্যুৎ দফতরের পাশেই নির্মীয়মান ১৩২ কেভি সাবস্টেশনে। এই পরিষেবা চালু করতে পারলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যোগান দেওয়া সম্ভব।