ঘড়ির কাঁটা যখন ১টা বেজে ৯ মিনিট তখন মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছলেন সমাবেশে। সঙ্গেই ছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তৃণমূল সুপ্রিমোর আমন্ত্রণে যথা সময়েই দেখা মিলল অখিলেশের। সকালে কলকাতা বিমানবন্দর থেকে সোজা মমতার বাড়িতেই যাওয়ার কথা ছিল অখিলেশের। সেখানেই বৈঠকের পর অখিলেশকে নিয়ে মমতা আসেন একুশে জুলাইয়ের মঞ্চে।