মমতার অপেক্ষায় একুশের সমাবেশ…! ঠিক তখনই কী গাইলেন নচিকেতা? শুনুন!

Nachiketa Chakraborty: একুশের সমাবেশ মানেই কার্যত স্তব্ধ তিলোত্তমা। সেই চেনা ছবি। যেন জনসুনামিতে ভাসছে ধর্মতলা! এদিন ও একই চেনা ছবি দেখা গেল। কারণ, ২১শে জুলাইয়ের মঞ্চে বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা বিষয়ে মন্তব্য রাখছেন তিনি। স্টেজে উপস্থিত রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব এর পাশাপাশি তারকারাও। আর প্রতিবারের মতো এবারেও মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে ওঠে বক্তৃতা দেওয়ার আগেই দেখা গেল নচিকেতা চক্রবর্তীকে। তিনি স্টেজে উঠে গান গাইলেন। তবে, একদম নতুন গান। শুধু তোমারই জন্য… গেয়ে রাজনীতি এবং দেশ তথা বিশ্বের পরিভাষা সহজেই বাতলে দিলেন। বিজেপির উদ্দেশ্যে তিনি গানের ছন্দে বলেন… “তুমি চেয়েছিলে স্বপ্নপুর, কিন্তু হয়ে গেল মনিপুর। ইউক্রেন থেকে ফ্রান্স সবাই বাঁচতে চাইছে….”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *