দুর্নীতিতে নাম জড়ালেই সম্পর্ক ছেদ, হুঁশিয়ারি মমতার! দেখুন ভিডিও

একুশে জুলাইয়ের মঞ্চে এ দিন বার বারই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে দলের কর্মীদের জন্য সতর্কবার্তী শোনা গিয়েছে৷ তৃণমূলনেত্রী বলেন, ‘আমরা যত জিতব, তত আমাদের নরম হতে হবে, তত আমাদের দায়িত্ব বাড়বে৷ তত আমরা মানুষের কর্মী হতে পারব। তৃণমূল কংগ্রেস মানে কোনও একটা রাজনৈতিক দল নয়, এটা মানুষের দল। আমি বিত্তবান চাই না, বিবেকবান চাই৷ যাঁদের আবেগ আছে, অশ্রু আছে, আমি তাঁদের চাই। পঞ্চায়েত, পুরসভা, বিধায়ক, সাংসদ- আমি সবাইকে বলছি৷ এখন থেকে কোনও অভিযোগ যেন না আসে, না হলে আমি পদক্ষেপ নেব৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *