ট্রেনটি উভয় দিকে কামাখ্যা, রঙিয়া, নিউ বঙাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদা টাউন, ভাগলপুর, জামালপুর, গয়া, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও প্রয়াগরাজ ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে। ট্রেনে যাত্রীদের জন্য একটি এসি-৩ টিয়ার, আটটি শ্লিপার ক্লাস ও দশটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।