অশান্ত বাংলাদেশ। দেশ জুড়ে কারফিউ জারি। ভারতের দৈনিক লোকসান প্রায় ১৮ কোটি। শুধুমাত্র মালদহের মহদিপুর স্থলবন্দরে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার লোকসান। কারণ ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মহদিপুর স্থলবন্দরের আমদানি রফতানি বন্ধ করা হয়েছে। অনান্য স্থলবন্দর গুলি কয়েকদিন আগেই বন্ধ করা হলে মালদহের মহদিপুর স্থলবন্দরে পণ্য বোঝাই লড়ি যাতায়াত বন্ধ করা হয়েছে ২১ জুলাই থেকে। আপাতত বাংলাদেশ সরকার ২২ জুলাই পর্যন্ত আমদানি রফতানি বন্ধের নির্দেশিকা জারি করেছে। ফলে বন্ধ করা হয়েছে মালদহের মহদিপুর স্থলবন্দরে আমদানি রফতানি। বহু পণ্য বোঝাই লড়ি দাঁড়িয়ে রয়েছে মহদিপুরে। তারমধ্যে কিছু কাঁচা সবজি ও ফলের গাড়ি রয়েছে। দ্রুত আমদানি রফতানি চালু না হলে লড়িতে পচনশীল পণ্যগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। লোকসানের মুখে পড়বেন ভারতীয় রফতানিকারকেরা। রফতানিকারক ভূপতি মন্ডল বলেন, বাংলাদেশে এমন পরিস্থিতির জন্য বন্ধ হয়ে রয়েছে রফতানি। আমাদের লোকসান হচ্ছে। গাড়িতে পণ্য বোঝায় রয়েছে। পেঁয়াজ সহ অন্যান্য পচনশীল পণ্যগুলি নষ্ট হচ্ছে।