চন্ডীগড়- ডিব্রুগড়মুখী ট্রেনে দুর্ঘটনা, মৃত ২। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। এক্সপ্রেসের ৫-৬ কামরা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেন দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের গোন্ডায়। ট্রেন দুর্ঘটনায়দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী, ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। এর মধ্যে তিনটি বগির গেট, জানালা খোলা যাচ্ছে না। মাটিতে গেঁথে গিয়েছে বগিগুলো। এই বগিগুলিতে আটকে থাকতে বহু যাত্রী। এই বগিগুলি বের করতে পারলে তবেই হতা-হতের আসল সংখ্যা জানা যাবে