বিডিওদের চিঠি পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে সরকারি ক্লিনিকগুলিতে কম্পিউটার ও ইন্টারনেট পরিষেবা চালু করতে। গ্রামাঞ্চলে এই চিকিৎসা পদ্ধতিকে জনপ্রিয় করতে আয়ুষ চিকিৎসকদের জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পোর্টাল তৈরি করেছে। যার সাহায্যে চিকিৎসকরা বিভিন্ন ধরনের রোগীর সমস্যার কথা নথিভুক্ত করে পরামর্শ পেতে পারেন বিশেষজ্ঞদের।