Fake: পুরসভার চেয়ারম্যানের সই জাল! সরকারি সিলও জাল! চাঞ্চল্যকর অভিযোগ। সিল থেকে সই সব জাল করে এভাবেই নাকি পাশ হচ্ছে আবাসনের প্ল্যান। তারপর সেই প্ল্যানের ভিত্তিতে তৈরি হচ্ছে বেআইনি আবাসন। বিক্রি হচ্ছে ফ্ল্যাট। পানিহাটিতে চাঞ্চল্যকর অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে।