বর্ধমান শহরের বড়নীলপুর বাজার এলাকার বাসিন্দা শক্তিপদ সাহা পেশায় ফেরিওয়ালা। গত ২০ বছর ধরে তিনি ফল এবং সবজি বিক্রি করেই দিন যাপন করেন। তবে ফেরি করার পাশাপাশি তিনি আরও এক বিশেষ কাজ করেন। সেই কাজের জন্য কমবেশি সকলেই চেনেন শক্তিপদ-কে। কী সেই কাজ? শক্তিপদ সাহা ফেরি করার ভ্যানে ঝুলিয়ে রাখেন লাল একটা হেলমেট।উদ্দেশ্য মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া।