‘মাটিতে গেঁথে গিয়েছে বগি’! লাইনচ‍্যুত ১২ টি বগি, এখনও আটকে অসংখ‍্য যাত্রী

Dibrugarh Express Train Accident: ১২টি বগি লাইনচ্যূত হয়েছে। এর মধ‍্যে তিনটি বগির গেট, জানালা খোলা যাচ্ছে না। মাটিতে গেঁথে গিয়েছে বগিগুলো। এই বগিগুলিতে আটকে থাকতে বহু যাত্রী। এই বগিগুলি বের করতে পারলে তবেই হতা-হতের আসল সংখ্যা জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *