BJP: ফের বিস্ফোরক কুণাল ঘোষ। এবার রীতিমতো নম্বর দিয়ে রাজ্য বিজেপির নেতাদের মূল্যায়ন করলেন তৃণমূল নেতা। তীব্র কটাক্ষ করে কুণাল ঘোষের মন্তব্য, “নাচতে না জানলে উঠোন বাঁকা। যখন ভোট পেয়েছিলেন জয় পেয়েছিলেন তখন ভোট জানতেন৷ এখন বলছেন জানিনা৷ সুকান্ত মজুমদার বলছে বিজেপি নতুন দল। কে এদের বিশ্বাস করবে? হাঁটি হাঁটি পা পা নাকি!”