২১ জুলাইয়ে তৃণমূলের পাখির চোখ উত্তর! অসম, মেঘালয়, ত্রিপুরা থেকেও আসছেন নেতারা রা

২০২৬ সালের নির্বাচনের আগে শাসক শিবিরের পাখির চোখ কোচবিহার থেকে মালদহ পর্যন্ত একাধিক বিধানসভা আসন৷  তাই চা বলয়, রাজবংশী এলাকা থেকে ব্লক ভিত্তিক জমায়েতে জোর দিয়েছে শাসক দল। উত্তরবঙ্গ থেকে ট্রেনে আসছেন শাসকদলের নেতা-কর্মীরা। এছাড়া সড়কপথেও আসছেন তারা। তৃণমূল কংগ্রেস সূত্রে দাবি, অন্যান্যবারের তুলনায় এবার বেশি জমায়েত হবে উত্তরের জেলা থেকে। এর আগে পঞ্চায়েত ভোটে পাহাড়ে তৃণমূলের বন্ধুদল প্রজাতান্ত্রিক মোর্চা হইহই করে জিতেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *