গত রবিবার অর্থাৎ ১৪ জুলাই কোর্টের নির্দেশ অনুযায়ী ওড়িশার নতুন সরকারের তৈরি করা কমিটির ১১ জনের সদস্য ভিতর ভান্ডারে প্রবেশ করে পরিদর্শন করেন। যে তালা তিনটি ছিল, তার চাবি না থাকায় সেগুলি ভেঙে নতুন করে তালা লাগিয়ে আসা হয়। সেই চাবি ট্রেজারিতে রয়েছে। আজ সেই চাবি নিয়ে খোলা হবে ভিতর ভান্ডারের দরজা।