খড়দহে ঝুঁকির পারাপার চলছেই, ফিরল না হুঁশ! দেখুন ভিডিও

রবিবার রাতেই ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থেকেছে খড়দহ স্টেশন৷ জোর করে রেল গেট পেরনোর চেষ্টা করতে গিয়ে আটকে যায় দুটি গাড়ি৷ পর মুহূর্তেই ওই গাড়ি দুটিকে ধাক্কা মারে হাজারদুয়ারি এক্সপ্রেস৷ তার পরেও অবশ্য ঝুঁকি নিয়ে রেলগেট পেরনোর প্রবণতা বন্ধ হয়নি খড়দহে৷ সোমবারও সকাল থেকে আগের মতোই গাড়ি, অটো, টোটো থেকে শুরু করে পথচারীরা রেল গেট পড়ার সময় অথবা গেট পড়ে যাওয়ার পরেও ঝুঁকি নিয়েই লাইন পারাপার করেছেন৷ ফলে যে কোনও সময় ফের ঘটতে পারে দুর্ঘটনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *