Unique Wedding News: বর দুধের ব্যবসায়ী। ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাবেন। যেমন ভাবা তেমন কাজ। ভাড়া করে ফেলেন আস্ত হেলিকপ্টার। তাতে চড়েই গাজিয়াবাদ থেকে বিয়ে করতে যান মাভিকালান গ্রামে। বিয়ের পর নববধূকে নিয়ে হেলিকপ্টারেই ফেরেন। এমন কাণ্ড দেখে তাজ্জব গ্রামবাসীরা।